Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
banner

বিগ বসের ঘরে নারীবিদ্বেষী মন্তব্য, বিতর্কে সালমান


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ১২:৫৯ পিএম
বিগ বসের ঘরে নারীবিদ্বেষী মন্তব্য, বিতর্কে সালমান
সালমান খান ও বিগ বস প্রতিযোগী ফারহানা ভাট

‘বিগ বস’-এর উনিশতম মৌসুম বেশ জমে উঠেছে। তবে অন্য আসরের মতো এবার সালমানের পক্ষে নেই দর্শকমহল। চলতি মৌসুমে বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করে দর্শকমহলের বিরাগভাজন হয়েছেন সঞ্চালক সালমান খান! তবে এবার বেশ বড় বিতর্কে ফাঁসলেন ভাইজান। ‘বিগ বস’ প্রতিযোগী ফারহানা ভাটকে নিয়ে মন্তব্য করে নিজেই বিতর্কে জড়ালেন সালমান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ‘বিগ বস’-এর এক পর্বে আশনূর কৌর তার সহ-প্রতিযোগী ফারহানা ভাট সম্পর্কে সালমানের কাছে অভিযোগ করেন। আশনূরের দাবি, ‘ফারহানা নেতিবাচকতা ছড়াচ্ছে। বিগ বসের ঘরের বাইরেও কি ফারহানা এ রকমই?’

এ কথায় সায় দিয়ে ব্যঙ্গাত্মকভাবে সালমান বলেন, ‘ফারহানার যখন বিয়ে হবে, তখন পরিবারের লোক পাত্রী হিসেবে ওর খোঁজখবর নেবে, ও কেমন? তখন কী বলবে, ওহ, এই মেয়ে তো গালি দেয়! ঝগড়া করে। প্লেট ভাঙে, ঘরের বউ হিসেবে এ রকম মেয়েই দরকার! আমাদের ছেলের জন্য এ রকম শান্তশিষ্ট মেয়ে প্রয়োজন! যে ছেলের সঙ্গে বিয়ে করবে, তার জীবন তো বরবাদ হয়ে যাবে।’

ভাইজানের মন্তব্য ছড়িয়ে পড়তেই বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের সমালোচনা করে অনেকেই তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

একজন মন্তব্য করেছেন, ‘একটু স্বাধীনচেতা, দৃঢ়, বলিষ্ঠ স্বভাবের নারী হলেই সহ্য করতে পারেন না সালমান। হিনা থেকে গওহর, রুবিনা, প্রিয়াঙ্কা; এখন ফারহানাকে আক্রমণ করলেন।’

কেউ বললেন, ‘এত বড় মাপের নারীবিদ্বেষী মানুষ দেখিনি আগে।’ বিতর্কের ঝড় বয়ে গেলেও সালমানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Banner
Side banner
Side banner