কবিতা
                  এসো দুজন মিলে
                  এসো দুজন মিলে এক হই
ঘর বাঁধি নদীর তীরে অথবা আম বাগানের
নির্জনতম স্থানে। 
তোমার আমার ভালবাসায় আসুক এক দেব সন্তান 
দুজনের ছোট্র ঘরে অভাব অনটন থাকলেও
প্রেম সহমর্মিতা সহানুভূতি থাকুক পরিপূর্ণ রূপে।
আমাদের ঘর হবে স্বর্গে থাকা এক কুঁড়ে ঘর
যেখানে ঈশ্বর বাস করে ন।
সেখান থেকে পবিত্রতা বিশুদ্ধতা অমৃত সুঘ্রাণ 
আর আলো এসে আলোকিত করবে। 
তুমি আমি এক