বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাংলাদেশে যে ফ্যাসিজম শুরু হয়েছিল, তা শেষ হয়েছে। কিন্তু গণতন্ত্রের পথচলা এখনো শুরু হয়নি।
রবিবার বিকেল ৩টায় বাগাতিপাড়ার পেড়াবাড়ীয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত নারীর জাগরণ মঞ্চে সমাবেশে তিনি এসব কথা বলেন।
পুতুল বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ১৭ বছর ধরে জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি। পরিকল্পিতভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা হয়েছে। এখন সময় এসেছে জনগণের রায় দেওয়ার, নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করার।’ বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে আমাদের সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ করে দিন। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বেছে নিতে চায়।
নির্বাচনে নারীর অংশগ্রহণ প্রসঙ্গ টেনে ব্যারিস্টার পুতুল বলেন, এবারের ভোট বিপ্লবে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেবে, আর তা দেখে পুরো বিশ্ব অবাক হবে। আমি বিশ্বাস করি, ধানের শীষের বিজয়ের মাধ্যমেই এ দেশের জনগণ প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।
তিনি আরো বলেন, আমরা সেই বাংলাদেশে ফিরতে চাই না, যেখানে গুম, খুন, নির্যাতন আর ভয় ছিল নিত্যসঙ্গী।
নারীরা যদি এগিয়ে আসে, তবে তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন বাংলাদেশ গড়তে পারব, যেখানে যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া যাবে, সব ধর্মের মানুষ নিরাপদে বাস করতে পারবে।
নারীদের উদ্দেশ্যে পুতুল বলেন, আমি নারী, আমি দুর্বল; এ কথা ভাবলে চলবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হাতে হাত রেখে গড়তে হবে নতুন বাংলাদেশ। হাতে হাত রেখে সংহতি গড়ি, নতুন বাংলাদেশ গড়ি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, রশিদ চৌধুরী, তোফাজ্জল হোসেন মিঠুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
          
            






























আপনার মতামত লিখুন :