৩০ বছর বয়সের পর কীভাবে ত্বকের যত্ন নিবেন?
                  কুড়িতেই বুড়ি—সেই পুরোনো ধারণা এখন আর শোভা পায় না। সেই ভাবনার দিন এখন ফুরিয়েছে। কিন্তু এখন ৩০ পেরোনো নারী খেয়াল রাখছেন সদ্যোজাত শিশু থেকে বয়োজ্যেষ্ঠের, কেউ হয়তো সদ্য গুছিয়েছেন টোনাটুনির সংসার, আবার কেউ আগের কয়েকটি বছর সংসার সামলে এই ৩০ পেরিয়ে এসেই নতুন করে হয়ে উঠছেন উদ্যোক্তা।