Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
banner

ত্রৈমাসিক অর্থনৈতিক সূচক প্রণয়ণের উদ্যোগ ঢাকা চেম্বারের


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৩:১৮ পিএম
ত্রৈমাসিক অর্থনৈতিক সূচক প্রণয়ণের উদ্যোগ ঢাকা চেম্বারের
ত্রৈমাসিক অর্থনৈতিক সূচক প্রণয়ণের উদ্যোগ ঢাকা চেম্বারের

দেশের ব্যবসায়িক পরিবেশ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে পরিমাপের জন্য তিন মাস অন্তর অন্তর ‘ইকোনমিক পজিশন ইনডেস্ক-ইপিআই)’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এই লক্ষ্যে প্রাথমিকভাবে ঢাকায় এই সূচক জরিপের কাজ শুরু করা হলেও, পর্যায়ক্রমে তা সারাদেশে ছড়িয়ে দেওয়া পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

শনিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে ফোকাশ গ্রুপ ডিসকাশনে সভায় এমন সিদ্ধান্তের কথা জানায় ব্যবসায়ী সংগঠনটির নেতারা।

এসময় সংগঠনের সভাপতি তাসকীন আহমেদ বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক গতিধারা পুরোপুরি পরিমাপের জন্য ‘ইকোনমিক পজিশন ইনডেস্ক’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যা দেশের উৎপাদন, বিক্রয়, আমদানি-রপ্তানি, কর্মকংস্থান ও বিনিয়োগ প্রবণতা নিয়ে স্পষ্ট ধারণা দিবে। এর মধ্যে দিয়ে জাতীয় অর্থনীতির বাস্তব চিত্র উঠে আসবে বলে আশা তারা।  

ডিসিসিআই সভাপতি আরও বলেন, ইপিআই পরিসংখ্যানের রিপোর্ট দেওয়ার পাশাপাশি নীতি নির্ধারকরে অর্থনৈতিক খাতের প্রবণতা ও দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ণে সহায়ক ভূমিকা পালন করবে। এর আওতায় তৈরি পোশাক, টেক্সটাইল, পাইকারি ও খুচরা বাণিজ্য, আবাসন প্রতিষ্ঠান, পরিবহনসহ ব্যাংকিং খাতের অর্থনৈতিক কার্যক্ষমতা পর্যবেক্ষণ করা হবে।

সভার শুরতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী। এতে আন্তর্জাতিক অর্থ করপোরেশন এর প্রতিনিধি, অর্থনীতিবিদ, গবেষক, বিনিয়োগকারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আলোচকরা দ্রুত পরিবর্তনশীল অর্থনীতি মোকাবিলায় সময়োপযোগী ও তথ্যসমৃদ্ধ নীতি প্রণয়ণের ওপর জোর দেন। ডিসিসিআই গৃহিত ইপিআই সূচক সরকারসহ সংশ্লিষ্টদের সিদ্ধান্ত নেওয়ার সহায়তা করবে বলেও জানান তারা। 

Banner
Side banner
Side banner