বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মধ্যে প্রচারের লক্ষ্যে গোসাই বাড়ী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫ অক্টোবর) বিকেলে নাটাবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
গোসাই বাড়ী ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন টগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মাহবুবুর রহমান হারেজ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনছুর পাশা , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা মহিলা দলের সভাপতি সারমিন সুলতানা দিপ্তী,পৌর যুবদলের আহ্বায়ক,আবু তালহা শামীম, বিএনপির নেতা আমিনুল ইসলাম।
গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ফজলু হক, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, চিকাশী বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বিএনপির নেতা জাহাঙ্গীর,বিএনপির নেতা বুলবুল,টগর, উপজেলা কৃষকদল যুগ্ম সম্পাদক ফরহাদ রেজা ভান্ডারী, বিএনপির নেতা জিল্লুর রহমান, মৎজীবি দলের নেতা মান্নান,যুবদল নেতা নোমান, ছাত্র দল নেতা শাকিল, আল মামুন, স্বরন সহ গোসাই বাড়ী ইউনিয়ন বিএনপি এবং ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
          
            






























আপনার মতামত লিখুন :