সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন, শূন্য পদপূরণ প্রয়োজনীয় পদ সৃষ্টি, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং ক্যাথ-ল্যাব মেশিন স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান করেছেন সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা ফোরাম।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের অন্যতম নদীভাঙ্গন কবলিত এলাকা। প্রতিবছরই এই জেলার অসংখ্য পরিবার নদী ভাঙ্গনের ফলে ঘরবাড়ি, জমিজমা ও জীবিকার উৎস হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। এমন একটি জেলার সাধারণ মানুষ দারিদ্র্যের কারণে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে পারে না, ফলে সরকারি হাসপাতালই তাদের একমাত্র ভরসা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সিরাজগঞ্জে একটি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থাকা সত্ত্বেও প্রয়োজনীয় লোকবলের ঘাটতি ও নানা প্রশাসনিক জটিলতার কারণে জেলার সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

আমরা সিরাজগঞ্জ জেলা স্বার্থরক্ষা ফোরাম লক্ষ্য করেছি যে, শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশাল অবকাঠামো থাকলেও অসংখ্য পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।জরুরি বিভাগ, বহির্বিভাগ ও মেডিসিন বিভাগে পর্যাপ্ত জনবল নেই। প্রায় ২০ কোটি টাকা মূল্যের আধুনিক ক্যাথ-ল্যাব মেশিন, যা হার্টের রোগীদের এনজিওগ্রাফি ও রিং বসানোর মতো গুরুত্বপূর্ণ চিকিৎসায় ব্যবহৃত হয়, সেটি চালু না করে একটি অসাধু চক্রের মাধ্যমে তা ঢাকায় স্থানান্তরের ষড়যন্ত্র চলছে।
এই মেশিনটি যদি সিরাজগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়, তবে এই অঞ্চলের দরিদ্র হার্টের রোগীরা রাজধানীতে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে না পেরে কার্যত মৃত্যুর মুখে পড়বে, যা মানবিক ও সামাজিকভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
এসময় তারা  সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম অবিলম্বে পরিবর্তন করতে হবে, সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করা হোক, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও মেডিসিন বিভাগে নতুন প্রয়োজনীয় পদ সৃষ্টি ও পর্যাপ্ত জনবল নিয়োগ করা, ক্যাথ-ল্যাব বিভাগ চালু করে বিদ্যমান মেশিনটি স্থানান্তরের যেকোনো ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করাসহ চার দফা দাবি উল্লেখ করেন।
এসময় সিরাজগঞ্জ জেলা ড্যাব এর সভাপতি ও সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরামের আহবায়ক ডাঃ এম এ লতিফ, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের সার্জিক্যাল বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এম মুরাদ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক জিন্নাহ সরদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে সিরাজগঞ্জ জেলার সকল শ্রেণি-পেশার মানুষদের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়ে জনগণের জীবন ও স্বাস্থ্যসেবার স্বার্থে উপরোক্ত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পরিচালকের নিকট স্বারকলিপি প্রদান করেন।
          
            






























আপনার মতামত লিখুন :